Ganashakti Digital

গণশক্তির ডিজিটালে ‘গ্রাম জাগছে’

রাজ্য কলকাতা

গণসংগ্রামের বার্তা ছড়িয়ে দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে সাহায্য করছে গণশক্তির ডিজিটাল সংস্করণও। মঙ্গলবার সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গণশক্তি ডিজিটালের ‘গ্রাম জাগছে’ শীর্ষক একটি অডিও ভিস্যুয়াল উপস্থাপনার আনুষ্ঠানিক প্রকাশ করে একথা বলেছেন। সেলিম বলেছেন, ‘মানুষের ঐক্য ভেঙে, রাজ্য ভেঙে লুটের রাজত্ব চালানোর যে পরিকল্পনা তৃণমূল এবং বিজেপি করেছে তার বিরুদ্ধে গণসংগ্রামের মৃদু হাওয়া ক্রমশ তেজি হচ্ছে, ঝড় হয়ে আসছে। ভাঙাভাঙির খেলা শেষপর্যন্ত জিতবে না, বামপন্থীরা মানুষের ঐক্য গড়ে তুলে এর মোকাবিলা করবে। গণশক্তি ডিজিটালের উপস্থাপনাটি সেই বার্তাই দিচ্ছে।’ 
গণশক্তির এই ভিডিওটিতে প্রত্যন্ত গ্রাম গ্রামান্তরের মানুষের ক্ষোভ, দুঃখ, দুর্দশার কথা ফুটে উঠেছে তাঁদেরই জবানিতে। প্রতিবাদে গ্রাম কীভাবে জাগছে তারও বার্তা দেওয়া হয়েছে। www.ganashakti.com-তে সাড়ে সাত মিনিটের এই ভিডিওটি দেখা যাবে। এই ওয়েবসাইট থেকে যাওয়া যাবে দৈনিক মুদ্রিত গণশক্তির ই সংস্করণের সাইটেও। গণশক্তির ওয়েবসাইটকে সঙ্গে রাখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে গণশক্তির অ্যাপও।
 

Comments :0

Login to leave a comment