Shooting in Florida

ফ্লোরিডায় বন্দুকবাজ হামলায় মৃত ৩

আন্তর্জাতিক

Shooting in Florida


ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটনাটি ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিল শহরে এক যুবকের বন্দুক হামলায় তিনজন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। ২০ বছর বয়সী যুবক ছিলেন হামলাকারী। জেনারেল স্টোরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়। এরপর হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। 

প্রশাসনের তরফে হামলাকারীর নাম এখনো প্রকাশ করা হয়নি। হামলাকারী যুবক একটি হালকা ওজনের অটোমেটিক রাইফেল এবং একটি হ্যান্ডগান দিয়ে হামলা চালিয়েছিলেন বলে প্রশাসনের তরফে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান বর্ণবিদ্বেষের কারণে হামলা চালিয়েছেন হামলাকারী। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি ডলার জেনারেল স্টোরে গুলিভর্তি একটি রাইফেল ও একটি পিস্তল নিয়ে ঢুকে পড়েছিল ওই আততায়ী। 

 

Comments :0

Login to leave a comment