Brijendra Singh

দল ছাড়লেন বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং

জাতীয়

বিজেপি ছাড়লেন প্রবীণ রাজনীতিবিদ বীরেন্দ্র সিং-এর ছেলে ব্রিজেন্দ্র সিং। হরিয়ানার বিজেপি সাংসদ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজেন্দ্র সিং, হরিয়ানার হিসার থেকে বিজেপি’র সাংসদ। রবিবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। বাবা বীরেন্দ্র সিংয়ের সঙ্গে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি বলে জল্পনা। ব্রিজেন্দ্র সিং ২০১৪ সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগদান সম্ভাব্য এই পদক্ষেপের জল্পনা তৈরি হয়েছে।

 


এদিন এক টুইট বার্তায় ব্রিজেন্দ্র সিং জানান, ‘‘রাজনৈতিক কারণে আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। হিসারের সাংসদ হিসাবে আমাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি দল, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ জানাই’’।

Comments :0

Login to leave a comment