Uttar Pradesh

উত্তরপ্রদেশে ফের ‘লাভ জিহাদের’ নামে খুন

জাতীয়

উত্তরপ্রদেশে বোনের প্রেমিকাকে খুন করার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযোগ উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মুসলিম যুবক ও তার হিন্দু প্রেমিকাকে হাত-পা বেঁধে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তরুণীর দাদাদের বিরুদ্ধে। 
নিহত যুবকের নাম আরমান (২৭) এবং তরুণীর নাম কাজল (২২)। আরমান দীর্ঘ চার বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। মাস তিনেক আগে তিনি মোরাদাবাদে নিজের বাড়িতে ফেরেন। সেই সময় থেকেই কাজলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এই ভিনধর্মের সম্পর্ক মেনে নিতে পারেনি কাজলের পরিবার। কাজলের ভাইয়েরা বারবার তাদের সম্পর্ক ভাঙার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।
গত তিনদিন আগে হঠাৎ করেই আরমান ও কাজল নিখোঁজ হয়ে যান। আরমানের বাবা হানিফ পুলিশে একটি নিখোঁজের ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাজলও নিখোঁজ। সন্দেহ হওয়ায় কাজলের ভাইদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের কড়া জেরার মুখে তারা খুনের কথা স্বীকার করেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় আরমান ও কাজলের হাত-পা তারা প্রথমে শক্ত করে বাঁধে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়। প্রমাণ লোপাটের জন্য গ্রামেরই একটি নির্জন জায়গায় দেহ দুটি পুঁতে দেওয়া হয়।
গতকাল সন্ধ্যায় অভিযুক্তদের দেখানো জায়গা থেকেই দেহ দুটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত অস্ত্রও।
মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার সতপাল আন্তিল জানিয়েছেন, ‘তদন্তে স্পষ্ট হয়েছে যে তরুণীর ভাইয়েরাই এই জোড়া খুন করেছে। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতেই আমরা মৃতদেহ উদ্ধার করেছি। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।’
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন ভাইয়ের নামে খুনের মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামে যাতে কোন অপ্রীতিকর সাম্প্রদায়িক ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।
নিহত আরমানের বোন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আরমান যে কোন সম্পর্কে জড়িয়েছিলেন, তা তাদের পরিবারের জানা ছিল না। চার বছর প্রবাসে থাকার পর মাস তিনেক আগেই সে বাড়ি ফিরেছিল।

Comments :0

Login to leave a comment