SUJAN CHAKRABORTY

বাংলায় পদযাত্রা করছে বামপন্থীরাই,
দাসপুরে বিশাল মিছিলে চক্রবর্তী

জেলা

SUJAN CHAKRABORTY গোপীগঞ্জ থেকে চাঁইপাটের রাস্তায় মিছিল। ছবি: চিন্ময় কর।

সিপিআই(এম)’র আহ্বানে বিশাল মিছিল হয়েছে দাসপুরে। সোমবার দাসপুর ২ ব্লকের গোপীগঞ্জ থেকে চাঁইপাট পর্যন্ত হয়েছে এই মিছিল। জনজোয়ারে ভেসে গিয়েছে রাস্তা। লাল ঝান্ডার মিছিল ভেঙে পড়েছে সুনামির মতো। স্লোগান উঠেছে ‘চোর তাড়াও গ্রাম জাগাও। জনগণের পঞ্চায়েত গড়ে তোলো।’ 

সোমবার এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বিলাসবহুল এসি ভ্যান নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির যাত্রা কর্মসূচির প্রসঙ্গ তুলেছেন তিনি। 

চক্রবর্তী বলেছেন, ‘‘যেন যুবরাজ বিপুল বিলাসে গ্রাম দেখতে বেরিয়েছেন। বিলাসবহুল এসি গাড়িতে চড়ে হাজির হচ্ছেন বিপন্নদের কাছে। তৃণমূলের দুর্নীতি যে মানুষের জীবিকা, রোজগার, অধিকার লুট করছে।’’ 

চক্রবর্তী বলেন, ‘‘ এ রাজ্যে পদযাত্রা করছে বামপন্থীরাই, করছে সিপিআই(এম)। গ্রামের অবহেলিত, বঞ্চিতদের নিয়েই হবে আরও পদযাত্রা। লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নেওয়ার শপথে চলবে লড়াই।’’ 

কেন্দ্রে আসীন বিজেপি’রও কড়া সমালোচনা করেন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘বাংলার অসংখ্য গরিব মানুষ একশো দিনের কাজের মজুরি পাচ্ছেন না। মাসের পর মাস কাজ নেই তাঁদের। তৃণমূল বেলাগাম দুর্নীতি করেছে। আর বিজেপি সরকার দিল্লিতে বসে অপরাধীদের ছেড়ে শাস্তি দিচ্ছে গরিব, খেটে খাওয়া জনতাকে। এই শক্তিকে প্রতিহত করতে হবে।’’  

Comments :0

Login to leave a comment