Illegal arms Factory

জরির কারখানার আড়ালে অস্ত্র কারখানার হদিস বাসন্তীতে

জেলা

Illegal arms Factory ফটো ক্যাপশন — শনিবার বারুইপুরে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।


বাসন্তীতে খড়ের ছাউনির ঘরের মধ্যে চলছিল অস্ত্র কারখানা। উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। মোতালেফ পুরকাইত (৪৬) ও জয়নাল মোল্লা (৩৭) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তীর রামচন্দ্রখালি অঞ্চলের ছোটকলাহাজরা তেঁতুলতলা এলাকায় বাড়ির মধ্যেই চলছিল এই অস্ত্র তৈরির কারখানা। খড়ের ছাউনির বাড়িতে মহিলারা শাড়িতে জরির কাজ করেন। এই ব্যবসার আড়ালে চলছিল অস্ত্র তৈরির কারখানা। 

শনিবার বারুইপুর পুলিশ জেলার সুপার মিস পুস্পা সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়ে বলেন, বাড়ির মধ্যে অস্ত্র তৈরির কারখানার খবর পেয়ে নজর রাখা হচ্ছিল। শুক্রবার রাতে স্পেশাল অপারেশন গ্রুপ ও বাসন্তী থানার পুলিশের একটি দল খরিদ্দার সেজে রামচন্দ্রখালি অঞ্চলের ওই বাড়িতে যায়। ঘরের মধ্যে কারখানায় তল্লাশি চালিয়ে দেশি প্রযুক্তিতে তৈরি ৭টি লম্বা বন্দুক উদ্ধার করেছে। অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, বেআইনি এই অস্ত্র কারখানা চালানোয় মোতালেফ পুরকাইত ওরফে হাসাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জয়নাল মোল্লা নামে আরো এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এই মোতালেফ পুরকাইত ২০১৯ সালে ২৭ মার্চ বেআইনি অস্ত্র কারখানা চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। এছাড়াও  ২০২২ সালের ৪ এপ্রিল সে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়। ধৃতদের বিরুদ্ধে বাসন্তী থানায় মামলা রুজু করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment