Rohit Sharma

আফগানিস্তান সিরিজে ফিরছেন নেতা রোহিত!

খেলা


আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব কে দেবেন? এই মুহূর্তে এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ছ’মাস পরই ওয়েস্ট ইন্ডিজ-মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপের আসর বসবে। ওই বিশ্বকাপে ভারতকে কে নেতৃত্ব দেবেন? বাছতে হিমশিম খেতে হচ্ছে বিসিসিআই-কে। 
সামনে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু। তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা। ওই সিরিজে তাঁকে দেখা গেলে কুড়ি-বিশের আন্তর্জাতিক ফরম্যাটে প্রত্যাবর্তন হতে পারে রোহিতের। কারণ ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর কোনও আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলেনি রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে দলকে রোহিত নেতৃত্ব দিলেন জুন-জুলাই টি-২০ বিশ্বকাপের আগে যদি কোনও নাটকীয় পরিবর্তন না ঘটে তবে মেগা ইভেন্টেও ভারতের অধিনায়ক হবেন তিনিই।  
২০২২ টি-২০ বিশ্বকাপের পর বিসিসিআইয়ের পরিকল্পনা ছিল হার্দিক পান্ডিয়ার কাঁধে কুড়ি-বিশের ফরম্যাটের দায়িত্ব তুলে দেওয়া। সবকিছুই হিসাব মতো এগচ্ছিল। কিন্তু ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে যান হার্দিক। সেই চোট এতটাই গুরুতর, বিশ্বকাপের বাকি ম্যাচ তো খেলতেই পারেনি, শোনা যাচ্ছে হার্দিক নাকি আইপিএলেও অনিশ্চিত! যদিও ক’দিন আগে বোর্ড সচিব জানিয়েছিলেন, আফগানিস্তান সিরিজেই সুস্থ হয়ে ফিরবেন হার্দিক। নিশ্চিত নয় কিছু। আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হবে খুব শীঘ্রই। সেই দল নির্বাচনের পর বোঝা যাবে।
হার্দিকের অপরিবর্তে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। অজিদের বিরুদ্ধে ৪-১ সিরিজ জিতেছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-১ সিরিজ ড্র করেছিল সূর্যের ভারত। নেতা হিসাবে প্রশংসিত হয়েছিল সূর্য। প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তিনি। প্রথমে মনে হয়েছিল, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। স্ক্যানের পর বোঝা যায় চোট মারাত্মক। তিনি হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে না। হার্দিক, সূর্য চোটপ্রবণ হওয়ায় ফের বিসিসিআই ভরসা রাখতে চলেছে রোহিতের উপর।

Comments :0

Login to leave a comment