৯ ব্যাটারের ব্যক্তিগত রান পৌঁছায়নি দু’অঙ্কে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিরাশি হাজারের বেশি দর্শকের সামনে ভারতের ব্যাটিং লাইন আপ এভাবে ভেঙে পড়ল কেন তা নিয়ে চলছে চর্চা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের রান ছিল ১৮.৪ ওভারে ১২৫। অস্ট্রেলিয়া চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।
হ্যাজেলউডের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের পুরুষ ক্রিকেট দল। চার ওভার বল করেছেন হ্যাজেলউড। ১৫টি বলে কোনও রানই হয়নি। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে কার্যত গুটিয়ে দেন তিনি।
ভারতের পক্ষে অভিষেক শর্মা ৩৭ বলে ৬৮ করেছেন এই বোলিংয়ের সামনেই। হরষিত রানা করেছেন ৩৩ বলে ৩৫ রান। ৪৯ রানে ৫ উইকেট থেকে ১০০ রানের গণ্ডি ভারত পার হয়েছে এই দুই ইনিংসের ওপর ভর করে।
Hazelwood Finish
দুই অঙ্কে পৌঁছায়নি ভারতের ৯ ব্যাটারের রান
অস্ট্রেলিয়ার হ্যাজেলউডের সামনে নুইয়ে পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল।
×
Comments :0