উত্তরবঙ্গের দুর্গত জনতার জন্য অর্থ সহায়তা করলেন কামারহাটি প্রবর্তক জুটমিলের শ্রমিকরা। শনিবার সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জির হাতে অর্থ তুলে দেওয়া হয় এই বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের পক্ষ থেকেও।
বিসিএমইউ ইউনিয়নের পক্ষ থেকে ‘শ্রমিক মিলন উৎসব‘ পালন করা হলো শনিবার। প্রায় ৭০০ শ্রমিক এই মিলন উৎসবে যোগ দেন।
এদিন শ্রমিক মিলন উৎসবে ছিলেন কামারহাটি প্রাক্তন বিধায়ক ও সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মানস মুখার্জি, সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি, সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য প্রদীপ মজুমদার, সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র, আইসিডিএস কর্মী সংগঠনের জেলা সম্পাদক কণিকা দাস, শ্রমিক নেতা সুবীর ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ।
এই মিলন উৎসবে প্রবর্তক জুটমিল শাখা সম্পাদক নিলয় দত্ত এবং বিকাশ দে বেঙ্গল জুটমিল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে উত্তরবঙ্গে বন্যায় দুর্গত মানুষের জন্য অর্থ তুলে দেওয়া হয় গার্গী চ্যাটার্জির। উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন শ্রমিকরা।
Jute Mill Workers
উত্তরবঙ্গে দুর্গত মানুষের জন্য অর্থ দিলেন চটকল শ্রমিকরা

×
Comments :0