KABITA — ASAL-NAKAL / NATUNPATA

কবিতা — মধুমিতা গঙ্গোপাধ্যায় / নতুনপাতা

ছোটদের বিভাগ

KABITA  ASAL-NAKAL  NATUNPATA

কবিতা

আসল - নকল
       মধুমিতা গঙ্গোপাধ্যায়


বয়স বছর চার ,নাম টি সোনা তিন্নী,
ছোট্ট ভীষণ তবু হাবেভাবে পাকা গিন্নী।
খেলনা ঘরে কি নেই তার হাঁড়ি, বাটি ,ঘট
রাঁধন বারণ সংসার টা সামলায় চট পট।
কিন্তু সেদিন তার  পুতুল খুকির সাজ 
স্নানের পরে  রঙ নেই ,নেই কারুকাজ।
গলা ছেড়ে কান্নাকাটি বাড়ি যেন মাথায়,
মা বলে ,দোকানিরা এমন করেই ঠকায়।


বাবা বলে মুখের উপর নকল মুখেররীতি
সবই এখন দু নম্বর ,নকল পরিস্থিতি,
শিক্ষা তো শিকেয় ,পুতুল  তাতেও রঙ?          
সমাজ চাকায় একদিন ধরবে কঠিন জং
ডিম,সবজি তাও নকল ,আরও কত কি;
নকল  ফাঁদেই যেন সবাই এখন বাঁচি।
এতকিছু বোঝে না তিন্নী, মনে ভীষণ কষ্ট
নকল লোকের ভুলেতার পুতুলমেয়ে নষ্ট।

Comments :0

Login to leave a comment