জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে ফের হাতির হামলাায় প্রাণ হারালেন এক মহিলা। আপালচাঁদ জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নুরনেহার বেগম( ৫০)। ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালি খুলনাই পুল সংলগ্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে শনিবার সাকালে জঙ্গলে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে ছিলেন নুরনেহার বেগম সহ অনেকে। হাতি দেখে অন্যরা দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে গেলেও হাতির হামলার সামনে পড়ে যান নুরনেহার বেগম। হাতি তাঁর বা পায়ের নিচের অংশ পিষে দেয়। অচৈতন্য অবস্থায় জঙ্গলের মধ্যেই পড়ে ছিলেন তিনি। সঙ্গে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বৈকুন্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম বলেন, ‘‘হামলার ঘটনাটি জঙ্গলের ভিতরে হয়ে থাকলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃতের পরিবার কোনও ক্ষতিপূরণ পাবেন না। সংশ্লিষ্ট রেঞ্জ কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। বন বিভাগের তরফে জঙ্গলে না ঢোকার বিষয়ে সচেতনতা শিবির করার পাশাপাশি এলাকাবাসীদের বারবার নিষেধ করার পরও এভাবে জঙ্গলে ঢোকায় এই ধরনের ঘটনা ঘটছে যা মোটেই কাম্য নয়।’’
Elephant Attack
হাতির হানায় মহিলার মৃত্যু

×
Comments :0