KABITA — TAPAN MUKHOPADHAYA / MUKTADHARA - 23 September

কবিতা — ফুটপাত / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA   TAPAN MUKHOPADHAYA  MUKTADHARA - 23 September

কবিতা / মুক্তধারা

ফুটপাত
তপন মুখোপাধ্যায়


ফুটপাতে তোলাবাজি 
ফুটপাতে মেলা,
ডালাপিছু ফুটপাতে 
কাটমানী খেলা।

পথচারী মাঝপথে
ঝুঁকির সফর
ফুটপাতে রমরমা
ব্যবসা বহর।

ফুটপাতে স্তন পান,
ফুটপাতে স্নান
ফুটপাতে যৌবন
করে আনচান।

ফুটপাতে ডাস্টবিনে
চেনা ছবি রোজ,
মানুষে কুকুরে করে
একসাথে ভোজ

ফুটপাড় বেড়ে ওঠা
বনভাসী দেশ 
ফুটপাতে শুরু তার
ফুটপাতে শেষ।

ফুটপাতে দামী হোক
তবু অনাদর,
ঝলমলে মলে তার
কতই কদর।

ফুটপাতে কাঁধে হাত
পায়ে পায়ে চলা
চোখে চোখ ভালে বাসি
প্রথম বলা।

ফুটপাত ভালোবাসা
ফুটপাতে ছেদ
না পাওয়ার যন্ত্রণা
বেড়ে ওঠে জেদ।

কবি ও কবিতা হাঁটে
ফুটপাত ধরে
ছেঁড়াছেঁড়া কতকথা
গাঁথা এক সুরে।

 

 

Comments :0

Login to leave a comment