Kabita — DILIP GHOSH / MUKTADHARA - 5 DECEMBER

কবিতা — বন্ধ করো সামরিক আগ্রাসন / মুক্তধারা

সাহিত্যের পাতা

Kabita  DILIP GHOSH  MUKTADHARA - 5 DECEMBER

মুক্তধারা

কবিতা

বন্ধ করো সামরিক আগ্রাসন
দিলীপ ঘোষ
 

আবারও বাতাসে বারুদের গন্ধ
মাথার উপরে ঘন ঘন উড়ছে বোমারু বিমান
চলছে রক্তের হোলি খেলা, মৃত্যু মিছিল
মৃত মায়ের কোলে মৃত সন্তান

গাঁজা এখন শুধুই খন্ডহর, ধ্বংসস্তূপ
শহরের আকাশ ঢাকা সাদা কালো ধোঁয়ায়
বর্বরতার আগুনে জ্বলে-পুড়ে ছাই মানবতা
বোমা আর রকেট হানা
            ‌      সভ্যতার কোলজে ছিঁড়ে খায়

মানচিত্র বদলের লক্ষ্যে
চলছে নির্মম গণহত্যা আর ধ্বংসলীলা
রক্ত আর প্রাণ নিয়ে
চলছে ননসেন্স লাইক জল্লাদের খেলা
চলছে বেনজির বর্বর আগ্রাসন,
                       নজিরবিহীন নৃশংসতা

বন্ধ করো এ সামরিক অভিযান
শন্তিপ্রিয় মানুষের এটাই আহ্বান।

Comments :0

Login to leave a comment