প্রয়াত গজল সম্রাট পঙ্কজ উধাস। তাঁর বয়স হয়েছিল ৭২। দীর্ঘ রোগভোগের পর এদিন বেলা ১১ টা নাগাদ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। মৃত্যুর খবর শিল্পীর পরিবারের তরফে সামাজিক মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে দীর্ঘ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
১৯৫১ সালে জন্ম পঙ্কজ উধাসের। তাঁর নতুন গজল অ্যালবাম 'আহাট' প্রকাশিত হয় ১৯৮০ সালে। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ‘চিঠটি আয়ি হ্যায়’ খ্যাত গায়ক। এছাড়াও একাধিক পুরস্কার প্রাপ্তি হয়েছিল তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে। আগামী মঙ্গলবার প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
Pankaj Udhas
প্রয়াত পঙ্কজ উধাস
×
Comments :0