TMC Candidates List

তৃণমূলের পার্থী তালিকা প্রকাশ

রাজ্য

লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রথম দফায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। রবিবার তিনি রাজ্যের ৪২টি কেন্দ্রেরই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় রয়েছে বেশ কয়েকটি নতুন নাম।
এই তালিকায় বর্তমান তৃণমূল সাংসদদের অর্জুন সিং-এর নাম নেই। তাঁর জায়গায় তালিকায় নাম রয়েছে মন্ত্রী পার্থ ভৌমিকের নাম। তৃণমূলের এবারের তালিকায় নতুন করে এসেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী এবং ক্রিকেটার ইউসুফ পাঠান। 
এদিন মমতা ব্যানার্জি ব্রিগেড ময়দান থেকে প্রার্থী তালিকা ঘোষণা করার আগে  বলেছেন, মনের মতো প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। সবাইকে প্রার্থী করার সুযোগ হয়নি। আগামীতে আরো নির্বাচন রয়েছে তখন তাদের কথা ভাবা হবে। 
প্রার্থী তালিকায় এবার নাম নেই দুই অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীর।  

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন ৪২ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন র‌্যাম্পে হেঁটে।

১ কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া
২ আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক
৩ জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
৪ দার্জিলিং- গোপাল লামা
৫ রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী 
৬ বালুরঘাট- বিপ্লব মিত্র
৭ মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
৮ মালদা দক্ষিণ- শাহনাওয়াজ আমি রহমান
৯ জঙ্গিপুর- খলিলুর রহমান
১০ বহরমপুর- ইউসুফ পাঠান
১১ মুর্শিদাবাদ- আবু তাহের খান
১২ কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
১৩ রানাঘাট- মুকুটমণি অধিকারী
১৪ বনগাঁ- বিশ্বজিৎ দাস
১৫ ব্যারাকপুর- পার্থ ভৌমিক
১৬ দমদম- সৌগত রায়
১৭ বারাসত- ড. কাকলি ঘোষ দস্তিদার
১৮ বসিরহাট- হাজি নুরুল ইসলাম
১৯ জয়নগর- প্রতিমা মণ্ডল
২০ মথুরাপুর- বাপি হালদার
২১ ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
২২ যাদবপুর- সায়নী ঘোষ
২৩ কলকাতা দক্ষিণ- মালা রায়
২৪ কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
২৫ হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
২৬ উলুবেড়িয়া- সাজদা আহমেদ
২৭ শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮ হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
২৯ আরামবাগ- মিতালি বাগ
৩০ তমলুক- দেবাংশু ভট্টাচার্য
৩১ কাঁথি- উত্তম বারিক
৩২ ঘাটাল- দীপক অধিকারী (দেব)
৩৩ ঝাড়গ্রাম- কালীপদ সরেন
৩৪ মেদিনীপুর- জুন মালিয়া
৩৫ পুরুলিয়া- শান্তিরাম মাহাতো
৩৬ বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
৩৭ বিষ্ণুপুর- সুজাতা খাঁ
৩৮ বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার
৩৯ বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
৪০ আসানসোল- শত্রুঘ্ন সিন্হা
৪১ বোলপুর- অসিতকুমার মাল
৪২ বীরভূম- শতাব্দী রায়

Comments :0

Login to leave a comment