ISRAEL HAMAS WAR

ইজরায়েলকে অস্ত্র বিক্রির বিরুদ্ধে জোটবদ্ধ বিশ্বব্যাপী ২০০ সাংসদ

জাতীয় আন্তর্জাতিক

ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ১৩টি দেশের দুই শতাধিক সাংসদ একটি চিঠিতে স্বাক্ষর করে বলেছেন, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েল ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে জড়িত হবে না’।
প্রচারের সমর্থকদের মধ্যে রয়েছেন গুজরাটের ভাদগামের কংগ্রেস বিধায়ক এবং রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের প্রতিষ্ঠাতা জিগনেশ মেভানি। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ১১টি প্রধান বন্দরের সাড়ে তিন হাজার শ্রমিকের প্রতিনিধিত্বকারী ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ইজরায়েলগামী অস্ত্রশস্ত্র বহনকারী কোনো জাহাজে অস্ত্র লোড বা আনলোড করতে অস্বীকার করে।
আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সক্রিয় কর্মী এবং সংগঠকদের একটি নেটওয়ার্ক প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল দ্বারা শুরু হওয়া বর্তমান বিশ্বব্যাপী প্রচারণার লক্ষ্য গাজায় ৩০,০০০ প্যালেস্তিনীয়র মৃত্যুর বিষয়ো জনসচেতনতা এবং ক্ষোভ সৃষ্টি করা এবং জাতীয় সংসদকে অনুপ্রাণিত করা, যেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এখন পর্যন্ত অকার্যকর হয়ে আছে।
প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালের সদস্যরা বিশ্বাস করেন যে গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বিবেচনা করে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Comments :0

Login to leave a comment