MUKTADHARA | POETRY — ANZU VANU | 7 MARCH 2024

মুক্তধারা | কবিতা — কন্যা নিয়ন্ত্রণী | আনজু বানু — ৭ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  ANZU VANU  7 MARCH 2024

মুক্তধারা | কবিতা

কন্যা নিয়ন্ত্রণী

আনজু বানু


সুখের ঘরে চাদর পেতে ঘুমোয় রমণী
সংসারে তার আসন পাতা সৃষ্টি সৃজনী
ঝলক দিয়ে সূর্য নামে রক্তবদনী
সাথে সাথে বেগুনি রং চোখেও পড়েনি।

নিয়ন্ত্রিত কন্যাজীবন শক্ত সে বন্ধন
পুত্র স্বামী পিতা দ্বারা সদা নিয়ন্ত্রণ
তুমি দেবী তুমি দাসী গণিকা গঞ্জন
করে চলো এমনি করে শুধুই  সমর্পণ।

উঠুক যতই কালবোশেখি শান্ত থাকা চায়
নাবালিকা কচিহাড় খাক না ঘুণপোকায়
নালা দিয়ে গঙ্গার জল বয়ে চলে যায়
আট আশি নবীনছুঁড়ি একই সুরে গায়।

স্বপ্ন ভাসে নোনাজলে চিবুক পেরিয়ে
স্বপ্ন ডানা ধরতে গেলে যাবেই হারিয়ে
রাখছে যারা খাঁচায় পুরে জালে জড়িয়ে
বলছে তারাই উড়ে দেখাও ডানা ছড়িয়ে।

বাক্যবাজি একতরফে অন্যতরফ শোনে
ভোজবাজি একতরফে অন্যতরফ গোনে
বিধিলিপি খণ্ডাবে না এই কথাটাই জানে
মনগড়া সব কথাগুলি লেখে অভিধানে।

যতদিন সয়ে যাবে ততদিনই খুশি
বোবামুখে ফুটলে কথা অন্যমুখ আমশি
কথা যত বেরিয়ে পড়ে সত্য এবং বাসি
তখনই তো দেখা যায়,আসল মাংসপেশি।

 

Comments :0

Login to leave a comment