MUKTADHARA | POETRY — ASTAPADA MALIK | 29 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা — কাক ও টিয়ার কথা | অষ্টপদ মালিক — ২৯ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  ASTAPADA MALIK  29 FEBRUARY 2024

মুক্তধারা  

কবিতা

কাক ও টিয়ার কথা
অষ্টপদ মালিক

কাক---ওরে টিয়া, বলতে পারিস
          খাঁচায় কেন আছিস ?
টিয়া---বদলোক মাথায় তুলে
          তোরা কেন নাচিস !
কাক---ওদের মাথায় টোকা দিলে
          দেশছাড়া করবে
          কে দুটো খেতে দেবে
           কেমনে পেট ভরবে !
টিয়া---ওরা তোদের গালি দেয়
          তালি দিয়ে ভাগায়
          আমাদেরও খোঁচা দিয়ে
          মিছিমিছি রাগায় ।
কাক---একদম ঠিক কথা
           ঠিক ঠিক ঠিক
           আজ থেকে বলব ওদের
            ধিক শত ধিক !
টিয়া---যত সব বদলোক
          ভালো কারো চায় ?
          দেশসেবার নাম করে
           লুটেপুটে খায় !

Comments :0

Login to leave a comment