MUKTADHARA | POETRY — KISHANBELA | GOURI SENGUPTA | 5 MARCH 2024

মুক্তধারা | কবিতা — কিষানবেলা | গৌরী সেনগুপ্ত | ৫ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  KISHANBELA  GOURI SENGUPTA  5 MARCH 2024

মুক্তধারা | কবিতা

কিষানবেলা
গৌরী সেনগুপ্ত


পাঁজরে শিকল চিহ্ন লাল হয়ে জ্বলে
মন্থর ভোরের মুখে আড়ষ্ট ছবিতে
প্রতি মুহূর্ত বাড়িয়ে রাখে জেহাদ
ঠিক ওরা জেহাদি ।
গ্রাসাচ্ছাদন কেড়ে নেওয়া শোষকের বিরুদ্ধে ওরা জেহাদি ।
ওরা জেহাদি তুমুল অধিকারের দাবিতে
এক বুক তমসার নিত্য বহমান চারণের দরগায়
আবহমানের অন্নদাতা
ধারণে ধরিত্রী ।

শিরদাঁড়া বেয়ে ফোয়ারা
অযাচিত শাস্তিতে কাস্তে গাঁইতির সাথে একত্র সহাবস্থান
আজ ওদের শব্দ ওদের আওয়াজ আগুন ।

ভূমিজোড়া এক স্থবির সময়ে
সীমান্তের প্রান্তবেলায়
জনকেরা জেগে থাকে বহু ক্ষতে বিহ্বল রক্তপাতে ।

Comments :0

Login to leave a comment