MUKTADHARA | POETRY — NIRPEN CHAKRABORTY — 27 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা — একদল কাদেমি মার্কা দাস ও মাটি-মানুষের গল্প | নৃপেন চক্রবর্তী — ২৭ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  NIRPEN CHAKRABORTY  27 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা

একদল কাদেমি মার্কা দাস ও মাটি-মানুষের গল্প

নৃপেন চক্রবর্তী

একটু একটু করেই ভেঙে যাচ্ছে ভয় 
কুয়াশার আবরণ  ভেঙে ক্রমশই ফুটে উঠছে আলো
সমস্ত দ্বীপের বুকে  ফুটে উঠছে নতুন সকাল!

শাসকের পোষা কুকুরের ভয়ে যারা
এতদিন দরজা জানলা বন্ধ করেছিলো ,  উঠোন ডিঙিয়ে  তারাও  নেমেছে পথে ।

গ্ৰামে গ্ৰামে সেজেছে প্রমীলা !
ব্যঞ্জনের সরঞ্জাম আজ হয়েছে আয়ুধ
হাতে হাতে উঠেছে জ্বলে প্রদীপ্ত মশাল!

একদল   কাদেমি মার্কা  দাস
নির্লজ্জ ‌বেহায়ার মত মূক ও বধির সেজে দিব্যি চিৎ হয়ে শুয়ে আছে।

থাকুক।
চিৎ হয়েই শুয়ে থাকুক ওরা।

অন্ধকারের আবরণ ভেঙে
চারপাশ থেকে ছুটে আসছে  মানুষ 
সমস্ত দ্বীপের বুকে ফুটে উঠছে নতুন
সকাল ।

Comments :0

Login to leave a comment