MUKTADHARA | POETRY — NRIPEN CHAKRABORTY — 2 March 2024

মুক্তধারা | কবিতা — নদী হয়ে শুয়ে আছে সে | নৃপেন চক্রবর্তী — ২ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  NRIPEN CHAKRABORTY   2 March 2024

মুক্তধারা | কবিতা

নদী হয়ে শুয়ে আছে সে

নৃপেন চক্রবর্তী


নদী হয়ে শুয়ে আছে সে।
চোখের ভিতরে এক শান্ত স্নিগ্ধ মায়া 
অতল গভীর !
জোয়ারে বেড়েছে জল
নিষ্পলক মুগ্ধতায়  একা একা দেখি!

এ নদীতে কতদূর নেমে যাওয়া যায়?
সিঁড়ি  ভেঙে ,ঢেউ ভেঙে
জল কেটে কেটে কত দূর!

নদীর শরীরে  ঢল, 
যেন শুয়ে আছে নারী।
শঙ্খ বৃন্তে  দুটি প্রজাপতি
মধুপানে দুরন্ত মাতাল!

এমন সময়ে  কি একা একা বসে থাকা যায় ?
ভরা নদী ইশারায় ডাকে
আমিও মাতাল হই 
জল  কেটে নেমে যাই জলে গভীরে!

ওপরে  যতটা শান্ত  
গভীরে সে খরস্রোতা তত
চোরা স্রোত টানে 
ক্রমশই টেনে নিয়ে যায় 
সিঁড়ি ভেঙে নেমে যাই অন্ধকারে...
অন্য এক নদীর ভিতর!!

Comments :0

Login to leave a comment