MUKTADHARA | POETRY | WOMEN'S DAY — KAKALI SAHA / 9 MARCH 2024

মুক্তধারা | কবিতা | নারী দিবসে — আমি নারী, আমি বহ্নিশিখা | কাকলী সাহা — ৯ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  WOMENS DAY  KAKALI SAHA  9 MARCH 2024

মুক্তধারা 

কবিতা

আমি নারী, আমি বহ্নিশিখা       
কাকলী সাহা


আজ থাক,আজ আর কিছু বোলো না
আজ আর শুভেচ্ছার ঝড় তুলো না
আজ আর উপহার উপচারে ভরিয়ে দিও না।

আজ অন্তত মনে করিয়ে দিও না,
আমি নারী, আমি অসহায়, তোমার করুণায়
কৃতার্থ করেছো যুগ যুগ ধরে,আমায়।

কোনো একদিন কুয়াশা কাটিয়ে বেরিয়ে আসবে অর্ধেক আকাশ
কোনো একদিন উপমা দিয়ে বোঝাতে হবে না, তোমার ভালোবাসা
কোনো একদিন বক্তৃতায় কাঁপাতে হবে না বসন্তের বাতাস।


কোনো একদিন আমার চোখের আরশিতে তুমি সাবলীল হবে
কোনো একদিন বন্ধ হবে আস্তাকুঁড়ে শিশুর কান্না
কোনো একদিন বিজ্ঞাপনের শেকল মুক্ত হবে নারীর শরীর

কোনো একদিন নারী হয়ে জন্মাবার সাধ হবে নারীর
কোনো একদিন স্বপ্ন দেখার স্পর্ধা পাবে নারী
কোনো একদিন বন্ধ হবে নারী পূজার মিথ্যাচার।


সহমর্মিতা,ভালোবাসা, সম্পর্ক বা সমর্পণ
শব্দগুলোর মানে সেই দিন না-হয় বুঝে নেব, নতুন কোনো অভিধান কিনে নিয়ে।

এসো আমরা না-হয় ততদিন অপেক্ষা করে থাকি
সেই দিন না হয় সোচ্চারে বলব, 
আমি নারী, আমি বহ্নিশিখা!

Comments :0

Login to leave a comment