MUKTADHARA | POETRY — WOMEN'S DAY | LIPIKA CHATTAPADHAYA | 9 MARCH 2024

মুক্তধারা | কবিতা — উপসংহার | লিপিকা চট্টোপাধ্যায় — ৯ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  WOMENS DAY  LIPIKA CHATTAPADHAYA  9 MARCH 2024

মুক্তধারা | কবিতা

উপসংহার
লিপিকা চট্টোপাধ্যায়

রান্নাঘরের তেলকালি মাখা শরীরে 
আঁশটে গন্ধ লেগে থাকে ।
যন্ত্রণা তাকে শিকারি বাজের মতো 
ক্ষতবিক্ষত করে , তবু 
সব নারীর চুলায় ভাতের হাঁড়ি ওঠে ।

বাইরের ঘাম ধুলোমাখা কাপড়ে
সাবানের ফেনা মাখিয়ে  
নারী  ধুয়ে নেয় বুকভরা তৃষ্ণা
আগলে রাখে দাউদাউ আগুনের
টুকরো টুকরো অংশ ।

রাতজাগা চোখের কালি নিয়ে
কোনো নারীর দ্বারে ভুখা পেট 
অসম্মানের পেশায় 
খুঁজে নেয় শানিত চোখ 
সম্মানের নেশা ।
কিছু মুখ ঝুঁকে পড়ে, বিদ্যুৎ গতিতে 
নেয় বাঁক, ছুঁচের ডগায় বিঁধে
তার অস্তিত্ব ।

নখের আঘাতে নিরন্তর
নারীজীবনের
 দেওয়াল থেকে  খসে পড়ে চুন,
জামিনে মুক্ত ধোয়া তুলসিপাতাকে নিয়ে 
লক্ষকোটি প্রশ্নের উত্তর মেলে না।
প্রতিদিন মৃত্যু হয় নিজেরই ভেতর।

আধভেজা দুটিচোখে জলের আভাস
একদিন ছলছল নদী হয়ে যায় 
নৈঃশব্দ্য  জমা থাকে ফিনফিনে সমাজের ভাঁজে।


তারপরও কোনোদিন 
বহুদূর থেকে আসে জোনাকির স্বর !
একটা দিনজুড়ে নামা আলো 
রক্ত, ঘাম, অশ্রু ভেজা মুঠোয় 
ভরে দেয়  প্রেম,
নারীও 'মানুষ' হয় 
'নারী দিবস ' হয়  'নিকষিত হেম ' !

Comments :0

Login to leave a comment