MUKTADHARA | POETRY — WOMEN'S DAY | LOPAMUDRA BHATTACHRJEE | 12 MARCH 2024

মুক্তধারা | কবিতা — ঘর-বাড়ি | লোপামুদ্রা ভট্টাচার্য — ১২ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  WOMENS DAY  LOPAMUDRA BHATTACHRJEE  12 MARCH 2024

মুক্তধারা  

কবিতা

ঘর-বাড়ি 
লোপামুদ্রা ভট্টাচার্য


আমি চেয়েছিলাম একটা ঘর
আর তুমি চেয়েছিলে একটা বাড়ি 
আমি একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম 
আর তুমি চেয়েছিলে বাড়ির মালিকানা

আমি এমন একটা ঘর বাঁধতে চেয়েছিলাম 
যার প্রতিটি দেওয়াল গাঁথা হবে ভরসায়....
ভালোবাসার ছাউনি থাকবে মাথার উপর

অথচ একদিন , তোমার দিক থেকে
ছুটে এল অবিশ্বাসের হাওয়া
উঠল বিরুদ্ধ ঝড় 
সন্দেহের তির ছুঁড়ে দিলে আমার দিকে।

তিরবিদ্ধ সেই বেদনার্ত মন তাই বলে উঠল
বিশ্বাসের ভিত যেখানে নড়ে যায়, 
সে ঘর ভাঙে অচিরেই.....
তাই আর বাড়ির খোঁজ করো না
যার ঘর ভেঙে যায় তার বাড়ির আর কী প্রয়োজন!

Comments :0

Login to leave a comment