রাজ্যের বেহাল রাস্তার অবস্থা নিয়ে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। অবিলম্বে রাস্তা সারাই করা উচিত বলে মন্তব্য করেছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। সেই প্রসঙ্গে কলকাতার মেয়র ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকলে কলকাতায় বৃষ্টির জন্য যে রাস্তা খারাপ হয়ে গেছে সেগুলো ঠিক করে দেওয়া হবে।
বৃহস্পতিবার হাইকোর্ট রাজ্যকে বলে, রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক কিছুতে টাকা খরচ করছেন। রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার অবস্থা খুব খারাপ। রোগীদের নিয়ে যেতে সমস্যা হয়। জেলা পরিষদ গুলিকে বলুন রাস্তা সারাতে। এদিক ওদিকে অনেক টাকা খরচ হয়। পূর্ত দপ্তর রাস্তা সারাবে না কেন?
পৌরমন্ত্রী দাবি, দুই সপ্তাহ অনেক সময়। ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকলে, অর্থাৎ বৃষ্টি না হলে, রাস্তার সারাইয়ের কাজ হয়ে যাবে। তাঁর বক্তব্য, পিচের শত্রু জল। জলের মধ্যে কাজ করতে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে পিচ ছড়িয়ে যাচ্ছে। তাই সম্পূর্ণ বৃষ্টি না হলে আমরা কাজ করে ফেলব।
বাস্তব হলো, দিনের পর দিন পড়ে থাকলেও বহু রাস্তা জোড়াতালি দিয়ে চলছে। চালু কথায় এমন রাস্তা ‘প্লাস্টার রোড’। সাময়িক মেরামতি হলেও পুরো কাজ না হওয়ায় ভোগান্তিতে পড়েন গাড়ির চালক থেকে যাত্রীরা।
কলকাতার মেয়র আদালতের বক্তব্যে খেদ জানিয়ে বলেন যে পলিমাটি জল গেলেই নরম হয়ে যায়। সেই জন্য রাস্তা খারাপ হয়। শুধু কলকাতা নয় শহরতলিতেও একই কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই রাস্তা খারাপ হচ্ছে।
কলকাতা পৌরসভার বামপন্থী কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, "মেয়রের দাবি একেবারেই অনর্থক। ৫দিনে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। হাইকোর্ট যে পর্যবেক্ষণ রেখেছে তা যুক্তিপূর্ণ। কলকাতার বেহালা এলাকায় রাস্তার অবস্থা একেবারেই কঙ্কালসার। এবার দেখা যাক মেয়র কতটা কাজে করে দেখাতে পারেন।"
KMC
৫দিনেই রাস্তা সারানোর দাবি মেয়রের, ‘করে দেখান’, বলছেন কাউন্সিলর

×
Comments :0