Congress slams Modi

আর্থিক অধোগতি নিয়ে বিজেপিকে তোপ কংগ্রেসের

জাতীয়

মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে অর্জিত আর্থিক অগ্রগতি নরেন্দ্র মোদি সরকার পিছিয়ে দিয়েছে বলে শনিবার বিজেপিকে নিশানা কংগ্রেসের। বর্তমান ব্যবস্থার "অব্যবস্থাপনা" অর্থনৈতিক রূপান্তরকে ২০ বছর পিছিয়ে দিয়েছে, কংগ্রেস বলেছে।

কংগ্রেসের সাংসদ এবং সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন যে ভারতে কৃষি শ্রমিকের সংখ্যা ২০০৪-০৫ এবং ২০১৭-১৮ এর মধ্যে ৬.৭ কোটি কমেছে কারণ শ্রমিকরা কম মজুরির কৃষি ত্যাগ করার পরিবর্তে উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রে চলে যাচ্ছে।

‘‘সকল অগ্রগতি, মূলত ড. মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বের অধীনে, তিন বছরের মধ্যে প্রায় সম্পূর্ণরূপে বিপরীত হয়ে গেছে মোদীর ‘অন্যায়’ কালে,’’ রমেশ দাবি করেছেন। ২০১৮-১৯ সাল থেকে, কৃষি শ্রমিকের সংখ্যা ৬ কোটি বেড়েছে, তিনি বলেছিলেন। ‘‘অর্থনৈতিক বৃদ্ধি মানে কৃষি থেকে শিল্প থেকে পরিষেবাতে কর্মসংস্থানের অভিমুখ। এই ধারা সমস্ত দেশ অনুসরণ করে,’’ কংগ্রেস নেতা উল্লেখ করেছেন।

Comments :0

Login to leave a comment