Tifo Mohun Bagan

১২ হাজার ফুটের টিফো বানাচ্ছেন মোহনবাগান সমর্থকরা

খেলা

নিহত চিকিৎসকের বিচারের দাবিতে এমন টিফো আলোড়ন ফেলেছে সর্বত্র।

ফুটবল খেলায় সমর্থকদের বিভিন্ন ব্যানার , টিফো নিয়ে আসাটা এখন একটা নতুন ট্রেন্ড। এই প্রবণতায় গা ভাসিয়েছেন ভারতীয় ফুটবলের সমর্থকরাও। বিশেষত দুই প্রধানের সমর্থকরা । 
আগামী শনিবার, ২৩ নভেম্বর, জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান সমর্থকের টিফো নিয়ে রয়েছে এক অভিনব ভাবনা। ভারতীয় ফুটবলে এখনও পর্যন্ত সবথেকে বড় দৈর্ঘ্যের টিফো বানিয়েছিলেন কেরালা ব্ল্যাস্টারস সমর্থকরা। ২০২২ সালে প্রায় ১১ হাজার ফুটের টিফো বানিয়েছিলেন তাঁরা। 
এই বছর মুম্বই সিটি এফসি ম্যাচে গুয়াহাটিতেও প্রায় ১২ হাজার ২৭৫ স্কোয়ার ফুটের টিফো মাঠে এনেছিল নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকরা। মোহনবাগানের ' ম্যারিনার্স এরিনা ' ফ্যানস ক্লাবের সমর্থকরা বানাচ্ছেন বিশাল টিফো। টিফোর দৈর্ঘ্য হতে পারে প্রায় ১২ হাজার ৬০০ স্কোয়ার ফুটের কাছাকাছি। শোনা যাচ্ছে এই টিফো বানাতে খরচ হয়েছে প্রায় ১.৫ লক্ষ টাকা। 
শনিবার এই টিফোতে গ্যালারি চত্বর ঢেকে ফেলতে চায় সবুজ মেরুন সমর্থকরা।

Comments :0

Login to leave a comment