LENIN Bani Das

মুক্তধারা কবিতা বাণী দাস

সাহিত্যের পাতা

Natun Kabita Bani Das

লেনিন তোমাকে    

বাণী দাস

 

শতাব্দীকাল ধরে
লাল সড়কের মোড়ে
দাঁড়িয়ে আছেন যিনি
     সবাই তাঁকে চিনি ।
ভোলগা তীরের গ্রামে
ভলাদিমির নামে
আঁধার মুছে দিয়ে
আলোর খবর নিয়ে
এসেছিলেন যিনি
     সবাই তাঁকে চিনি।
জার শাসনের বুকে
শক্ত পেরেক ঠুকে
উজাড় করে প্রাণ
শিকল ভাঙ্গার গান
শুনিয়েছিলেন যিনি
     সবাই তাঁকে চিনি।
 

 

শিকল ছাড়া আর
নেইকো হারাবার
সবহারাদের কাছে
জয়ের তরে আছে
নতুন যুগের দিন
বাধা বাঁধন হীন
বলেছিলেন যিনি।     
      সবাই তাঁকে চিনি।
পথটা খানিক দূর
বিশ্বের মজদুর
তাঁর তরীতেই এসে
মিলছে অবশেষে
এক নৌকার দাঁড়ি
দিচ্ছে সবাই পাড়ি
লক্ষ্য শ্রমিক রাজ
     সামনে লড়াই আজ।

 

Comments :0

Login to leave a comment