Birbhum Rape

বীরভূমে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

জেলা

Birbhum Rape


বীরভূমের সদাইপুরে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। সদাইপুর থানা এলাকায় একটি গ্রামের ঘটনা। ধৃতের নাম সেখ রহিম। সদাইপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বীরভূম জেলার সদাইপুর থানা এলাকায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ঘটনায় সেখ রহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি চিনপাই পঞ্চায়েত এলাকায়। এলাকার মানুষের দাবি, অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ আদিবাসী মহিলাকে ধর্ষণ করে পাশের গ্রামের বাসিন্দা সেখ রহিম। নির্যাতিতার পরিবারের লোকজন আতঙ্কে ধর্ষকের বিরুদ্ধে কাউকে কিছু বলতে পারেননি। 

পরদিন বিষয়টি গ্রামবাসীদের জানানো হয়। শুক্রবার বিকালে সেখ রহিম নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সদাইপুর থানার পুলিশ অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, চিনপাই পঞ্চায়েত এলাকার ক্যানেল পাড়ে একটি ঘর দখল করে রয়েছে সেখ রহিম। আর সেখানে তিনি গাঁজা, মদ সহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে যান। রবিবার এলাকার ক্ষুব্ধ মানুষেরা   দলবেঁধে থানায় গিয়ে অভিযুক্তকে উপযুক্ত শাস্তির দাবি জানায়। 

 

Comments :0

Login to leave a comment