কবিতা | নতুনপাতা
লালনের গান রটায়
আরণ্যক বসু
কতো নদী পাড় ভাঙতে ভাঙতে
বেপরোয়া ঢেউ খেলায়,
গ্রাম গিলে খায় হেলায়।
ছয় ঋতু আর বারো মাস্যায়
কতো আয়োজন ঘটে,
শত ঝরি নামে বটে।
তবুও স্বপ্ন আহত একতারা-
দোতারার পথে নামে,
হাটে-লোকালয়ে থামে।
নদীর দু-পারে ভোরবেলা খেয়া
প্রথম আলোর ছটায়
লালনের গান রটায়।
Comments :0