POETRY | ARANYK BOSE | LALON | NATUNPATA | 2025 FEBRUARY 24

কবিতা | আরণ্যক বসু | লালনের গান রটায় | নতুনপাতা | ২০২৫ ফেব্রুয়ারি ২৪

ছোটদের বিভাগ

POETRY  ARANYK BOSE  LALON  NATUNPATA  2025 FEBRUARY 24

কবিতা | নতুনপাতা 

লালনের গান রটায়

আরণ্যক বসু

কতো নদী পাড় ভাঙতে ভাঙতে 

বেপরোয়া ঢেউ খেলায়, 

গ্রাম গিলে খায় হেলায়।

 

ছয় ঋতু আর বারো মাস্যায় 

কতো আয়োজন ঘটে, 

শত ঝরি নামে বটে।

 

তবুও স্বপ্ন আহত একতারা- 

দোতারার পথে নামে, 

হাটে-লোকালয়ে থামে। 

 

নদীর দু-পারে ভোরবেলা খেয়া 

প্রথম আলোর ছটায় 

লালনের গান রটায়।

 

 

Comments :0

Login to leave a comment