POETRY — AVIK CHATARJEE — KACH DEYAL — MUKTADHARA — 21 APRIL 2025, 2nd YEAR

কবিতা — অভীক চ্যাটার্জী — কাঁচ দেয়াল — মুক্তধারা — ২১ এপ্রিল ২০২৫, বর্ষ ২

সাহিত্যের পাতা

POETRY  AVIK CHATARJEE  KACH DEYAL  MUKTADHARA  21 APRIL 2025 2nd YEAR

কবিতামুক্তধারা, বর্ষ ২

কাঁচ দেয়াল 
অভীক চ্যাটার্জী

তোমায় ছোঁয়া বড্ড সহজ
হয়তো তত সহজ নয়,
মধ্যে আছে রুদ্ধ দেয়াল
সেই কারণেই লাগছে ভয়।

তোমার ঘরের রঙিন কাঁচে
আদর ছড়ায় সুয্যি তার;
আমার ঘরে কাঁকড়া ভীষণ -
পড়ছি আমি, খাচ্ছি মার।

তোমার জন্যে রাখছে ঢেকে,
স্বপ্ন হাজার রঙের প্রায়;
আমার খোকা আধপেটা থাক-
তাতে কে কার কি আসে যায়?

তোমার কেনা গন্ধ সাবান,
তোমার পাগ-এর জন্যে থাক;
আমার পোষা নেড়িকুকুর,
তার বরাতে শুধুই পাঁক।

আমার তোমার বলছি সবাই
আমরা হওয়া হয়না আর 
মধ্যে যে সেই কাঁচের দেওয়াল
ভাঙবে যে তা, সে দায় কার?

Comments :0

Login to leave a comment