বাড়ির অমতে বিয়ে করেছেন উদয়া দক্ষিণী। পড়েছেন আক্রমণের মুখে। বিপদে পাশে রয়েছে সিপিআই(এম)। এই রোষে উদয়ার পরিবারের পাঠানো দুষ্কৃতীরা তছনছ করল সিপিআই(এম)’র তিরুনেভেলি জেলা দপ্তর।
জেলা দপ্তরে হামলা, দুই সাবালকের বিয়ে ভেস্তে দিতে পরিবারের তৎপরতারও কড়া নিন্দা করল সিপিআই(এম) তামিলনাডু রাজ্য কমিটি।
বছর আঠাশের মদন কুমার এবং বছর তেইশের উদয়া দক্ষিণী বিয়ে করেছিলেন বাড়ির অমতেই। ১৩ জুন বিয়ে হয় তাঁদের। ভিন্ন জাতে বিয়ে করায় তুমুল রোষ ইদয়ার পরিবারে। শাসনি, হুমকি চলতে থাকায় সিপিআই(এম)-র কাছে সুরক্ষা চায় দম্পতি।
জাতের ভেদাভেদ, অস্পৃশ্যতা বা ভিন্ন জাতে বিয়েতে হামলার বহু ঘটনায় দেশের বিভিন্ন রাজ্যেই সক্রিয় থেকেছে সিপিআই(এম)। তামিলনাডুতেও এমন বহু নজির রয়েছে।
দম্পতিকে আশ্রয়, সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিরুনেভেলি জেলা নেতৃবৃন্দ। যার জেরে এই হামলা বলে জানিয়েছেন তাঁরা। দুষ্কৃতীরা তছনছ করেছে জেলা দপ্তর।
সিপিআই(এম) রাজ্য প্রশাসনের কাছে দম্পতির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে। শুক্রবার রাতের ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে শনিবার।
Tamil Nadu CPIM office attacked
ভিন্ন জাতে বিয়ে, দম্পতিকে আশ্রয় দেওয়ায় হামলা সিপিআই(এম) দপ্তরে
×
Comments :0