কবিতা | নতুনপাতা
জয়ঢাক সংবাদ
দীপঙ্কর গোস্বামী
নিজের ঢাক নিজেই যারা
পেটায় কেবল নিত্য,
পরনিন্দার চর্চাতে
ভরিয়ে রাখে চিত্ত,
সেদিন তারা খেলার মাঠে
হয়ে একত্র,
গড়ল নতুন দল তাদের এক
'ঢক্কানিনাদ বৃত্ত'!
সেই বৃত্তের অনুষ্ঠানে
যেমন ছিল নৃত্য,
তেমন আবার বক্তৃতাও
দীর্ঘ বা সংক্ষিপ্ত;
আরও ছিল নতুন খেলা
'প্রভু এবং ভৃত্য';
যার যা খুশি সাজো তাতে
হলে প্রবৃত্ত!
একাকিত্ব ভোগায় যাকে
ভোগায় অম্ল, পিত্ত-
বৈপরীত্যে ভরা যার
বিচিত্র চরিত্র;
ঢক্কানাদে বলেন যিনি-
নিজেকে আদিত্য,
করেছেন অনুষ্ঠানে
স্বয়ং পৌরহিত্য!
সেখানে তাঁর স্বরচিত গান
'জয়ঢাক মাহাত্ম্য',
হয়েছে ধার্য জাতীয় স্তোত্র
কথাগুলি যার এই তো
'জয় জয় জয় চড়াম চড়াম,
জয় জয় আমিত্ব...
জয় জয় ঢাক, শ্রী জয়ঢাক
জয় ঢাকশ্রী-বৃত্ত।'
Comments :0