কবিতা — মুক্তধারা, বর্ষ ২
রাষ্ট্র
জগদীশ পাল
স্বপ্ন বুনতে যারা বেরিয়েছিল
তারা আর ফিরে আসেনি
চাপা ভারী বুটের আওয়াজ
হেঁটে বেড়াচ্ছে গোটা রাত।
রাষ্ট্রের রং এত কালো হয় কেন?
তবুও ফুটে উঠে প্রতিদিন
অনেক রক্তদান শিবির
স্বপ্ন বীজের বস্তা মাথায় নিয়ে
বাড়ির কনিষ্ঠতম ছেলেটি হেঁটে যায়।
Comments :0