POETRY: MUKTADHARA — AJOY BISWAS / 28 DECEMBER

কবিতা — লাগল আগুন / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  AJOY BISWAS  28 DECEMBER

মুক্তধারা

কবিতা

লাগল আগুন 
অজয় বিশ্বাস

সেদিন রাতে খালের পাড়ে 
পুড়েছে সব ঝুপড়ি, 
কিছু মানুষ বলছে নাকি 
কারণটা হয় তুবড়ি।

চরম গরীব মানুষগুলোর 
পুড়ল যে ঘর-সংসার, 
শীতে তাদের কষ্ট দেখে 
দিচ্ছে শরীর ঝংকার।

নেই বিছানা নেই যে খাবার 
কোথায় গুঁজবে মাথা,
জ্বলছে আগুন উঠছে ধোঁয়া 
পুড়েছে লেপ-কাঁথা।

পরের দিনে সকাল বেলা 
দেখতে পেলাম গিয়ে, 
একটি ছোট্ট মেয়ে পড়ছে 
পোড়া বইটা নিয়ে।

Comments :0

Login to leave a comment