POETRY: MUKTADHARA — MANOJ DAS / 9 DECEMBER

কবিতা — ছেড়ে যাই না / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  MANOJ DAS  9 DECEMBER

মুক্তধারা

কবিতা

ছেড়ে  যাই না 
মনোজ দাস


এই উন্মুক্ত কারাগার ছেড়ে যাই না,
এখানে আমার সন্তানের জন্ম হয়েছিল,
নীল নদের তীর ছুঁয়ে,পিরামিডের পাথর ছুঁয়ে
হাতে লেগেছে সেই ধুলো আর মাটি
যার মধ্যে হাত ডুবিয়ে শিকনি- শ্লেষ্মায় মাখামাখি
ল্যাংটাভুটুং ছেলেটা জুলজুল দেখত আমায়,
হামা দিয়ে চারপায়ে দৌড়োত শিরির পায়ের শব্দে,
আদর করবার ফিকিরে,বুকের দুধ দেবার বাহানায়
শিরিকে দেখেছি ওর খেলা মাটি করে দিতে।

এই উপত্যকা ছেড়ে আমি যেতে পারি না 
আমার সন্তানের শৈশব-হৃদয়ের গলিত সোনা
ওখানে ছড়ানো ।গচ্ছিত রেখেছি 
ওই মাটির সোঁদাগন্ধে শিরির নূপুর নিক্বণ
তার হংস-গ্রীবায় কল্লোলিত ময়ূরের কেকাধ্বনি
বর্ষা শুরুর 
আমার দগদগে দহন আর নিখাদ সোহাগ
হিঁচড়ে টেনে দাঁড় করায় বারবার সে মাটিতে
দুর্নিবার আসক্তির যাপন-সংহিতায় ।

চরম নিষ্ঠুরতায় ফাঁসুড়ে সময়
পায়ে পায়ে ঘনিয়ে আসে নিঃসঙ্গ রাতে।
হিমশীতল চাঁদ ইশারায় পাঠ করে
অশরীরী শিরি-প্রেম,পুত্রশোক
ধূম ধূম হেমন্তের রাতে,পাপবোধ-লগ্ন বন্ধুতায়।

Comments :0

Login to leave a comment