POETRY: MUKTADHARA — SANJIB CHATTOPADHAYA / 26 DECEMBER

কবিতা — অদ্ভুতুড়ে / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  SANJIB CHATTOPADHAYA  26 DECEMBER

মুক্তধারা

কবিতা 

অদ্ভুতুড়ে

সঞ্জীব চট্টোপাধ্যায়

বলছি শোনো কানে কানে
বলো না আর কোনোখানে
রাতবিরেতে ঘুরে বেড়ায়
চাঁদকে নিয়ে একটি ভূত।

ভূতটি নাকি অদ্ভুতুড়ে
রাতের বনে বাঘ সাজেন
পায়ের থাবায় বল খেলেন
হাতি ঘোড়ায় দাঁত মাজেন।

গাছের উপর বাড়ি আছে
লেজ ঝুলিয়ে তা থৈ নাচে
নিজের জামা নিজে কাচে
গলা ছেড়ে গান গায়।

জেগে কোথায় কোন শিশু
খাতার পাতায় লেখে তাই
নামটি ধরে বাসায় যায়
শোবার আগে গল্প খায়।

Comments :0

Login to leave a comment