POETRY: MUKTADHARA — Sk. KAMAL UDDIN / 15 AUGUST

কবিতা — দয়ার সাগর / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  Sk KAMAL UDDIN  15 AUGUST

কবিতামুক্তধারা

দয়ার সাগর 
শেখ কামাল উদ্দীন

বিদ্যাসাগর তুমি দয়ার সাগর নামেও পরিচিত
শিশু থেকে বিধবা মুখে মুখে তোমার নাম ধ্বনিত
মায়ের আদেশে সবার জন্যে কিনে দিলে উপহার
অসহায় আদিবাসীদের মুখেও জোগালে আহার।

ভার্সাই তীরে মহাকবি মাইকেল মধুসূদন অসহায়
এমন বাঙালি প্রতিভা অকারণে প্রায় মারা যায়
অস্থির হয়ে তুমি ব্যবস্থা করলে টাকা পাঠানোর
সফল হল তোমার বিরল চেষ্টা তাঁকে বাঁচানোর।

স্কুল করলে তুমি মায়ের নামে ছড়িয়ে পড়ল নাম
লেখাপড়া শিখে অসহায় গরিব নারী পেল দাম।
শীতে কাতর বৃদ্ধাকে খুলে দিলে গায়ের চাদর
সে তো শুধু চাদর নয় তাতে ছিল তোমার আদর।

আমরা অজ্ঞ দিইনি দাম চলে গেলে দূর কর্মাটারে
অভিমানী চির ক্ষুব্ধ হিয়া রেখে গেলে মেদিনীপুরে
একবার শুধু আর একবার ফিরে এসো তুমি বীর
তোমাকে জানাই প্রণাম তোমার চির উন্নত শির।।

Comments :0

Login to leave a comment