Poetry — AMITAVA SARKAR / MUKTADHARA - 7 December

কবিতা — বাংলাভাষা / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  AMITAVA SARKAR  MUKTADHARA - 7 December

মুক্তধারা

কবিতা 

বাংলাভাষা

অমিতাভ সরকার 

বাংলা আমার মায়ের ভাষা
শান্তি নিবিড় কোলে
হৃদয় মাঝে খুশির বাসা
মধুর মিষ্টি বোলে

বাংলাতে রোজ কাঁদি, হাসি
রাগ করি, গান গাই,
বাংলা মনের সবুজ মাটি
ভালোবাসা, এক ঠাঁই।

বাংলা ভাষা সহজ সরল
সবাই বুঝতে পারে,
উচ্চারণ সে আবেগ ঢালা 
পরকে আপন করে।

এই ভাষাতে উঁচুনিচুর
ভেদাভেদ কিছু নাই,
ভাষায় এমন প্রাণের সাড়া 
কোথাও কি খুঁজে পাই!

Comments :0

Login to leave a comment