বার্লিনে কমিউনিস্ট ও সোশালিস্ট গোষ্ঠীগুলির ডাকে মিছিলে লাঠি চালিয়েছে পুলিশ। প্যালেস্তাইনে গণহত্যার প্রতিবাদে মিছিল করছিল কমিউনিস্ট এবং সোশালিস্টদের বিভিন্ন সংগঠন।
রোজা লুক্সেমবার্গ, কার্ল লিবনেখট এবং ভ্লাদিমির লেনিনকে শ্রদ্ধা জানিয়ে এই রাজনৈতিক অংশগুলি প্রতি বছর মিছিল করে বার্লিনে। এবারের মিছিলের স্লোগান ছিল গাজায় ইজরায়েলের হামলার বিরুদ্ধে। সেখানেই লাঠিচার্জ হয়েছে।
প্রশাসন যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে উলটে বিক্ষোভকারীদেরই দায়ী করেছে। বার্লিনের সংবাদমাধ্যম জানাচ্ছে যে অন্তত ৩ হাজার মানুষ সমবেত হয়েছিলেন মিছিলে। লুক্সেমবার্গ, লিবনেখট এবং লেনিনকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন তাঁরা।
রোজা লুক্সেমবার্গ এবং কার্ল লিবনেখটকে ১৯১৯’র ১৫ জানুয়ারি হত্যা করা হয়। প্রতি বছরই এই সময়ে তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানান কমিউনিস্ট এবং সোশালিস্টরা।
প্যালেস্তাইনে হামলার বিরুদ্ধে স্লোগানের সময় তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ। আহত হযন বহু মানুষ। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা হয়। কিন্তু মিছিল থেকে জোরালো প্রতিবাদ ওঠে। তাঁদের মুক্ত করতে বাধ্য হয় পুলিশ।
Comments :0