কাতার বিশ্বকাপে এক ম্যাচে দেখা গিয়েছে কোন দল পাঁচের বেশি গোল দিয়েছে। আবার ম্যাচে দু’দল একটিও গোল দিতে পারেনি। ফলত, গোলশূন্য শেষ হয়েছে ম্যাচ। তবে ৯০ মিনিটের খেলায় গোল হয়েছে বেশিরভাগ ম্যাচেই।
এখনও অবধি কাতার বিশ্বকাপে গ্রুপ লিগ ও শেষ ষোলো মিলিয়ে খেলা হয়েছে ৫৬ টি। মোট গোল হয়েছে ১৪৮ টি। বাকি রয়েছে আটটি ম্যাচ। আরও গোল হবে। এত গোল পুরো প্রতিযোগিতা মিলিয়ে ২০০৬ জার্মানি বিশ্বকাপে ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হয়নি। তবে শেষ দু’টি বিশ্বকাপে প্রচুর গোল হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল হয়েছিল ব্রাজিল বিশ্বকাপে। ১৭১ টি।
রাশিয়া বিশ্বকাপে একশো ষাটের কাছাকাছি গোল করেছিল ফুটবলাররা। এবারে চার ম্যাচ পর, ইংল্যান্ড ও পর্তুগাল ১২টি করে গোল করেছে। যা বাকি ত্রিশটি দলের মধ্যে সর্বাধিক। এরপরেই আছে স্পেন ও ফ্রান্স। তাঁদের গোলসংখ্যা যথাক্রমে নয়টি। ফ্রান্সের এমবাপে পাঁচটি গোল করে সোনার বুটের দৌড়ে। ব্রাজিলের রিচার্লিসন তিনটি ও আর্জেন্টিনার লিওনেল মেসি তিনটি।
Comments :0