Goalkeepers in Two Camps

দুই শিবিরে দুই ভরসা মার্টিনেজ, লরিস

খেলা

Goalkeepers in Two Camps

বিশ্বকাপ ফাইনালে দুই দলের শেষ প্রহরীদের কথা না বললেই  নয়। আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষত নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে তাঁর যা পারফরম্যান্স, তাতে পরিষ্কার যে তিনি আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন। 

 

গ্রুপ লিগে, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, প্রত্যেকটি জায়গায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মার্টিনেজ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ক্লিনশিট রেখেছেন তিনি, ফলে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা মার্টিনেজ। 

অন্যদিকে ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস। সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতন রোধ করেছিলেন তিনি। তিনকাঠির নিচে রীতিমতো দুর্ভেদ্য এই লরিস ক্লিনশিটের পাশাপাশি নির্ভরযোগ্য লাস্ট লাইন ডিফেন্স ফরাসী ব্রিগেডের কাছে। 

এ কথা বলাই যায় যে আর্জেন্টাইন আক্রমণ রুখে দেওয়ার জন্য লরিস যে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ভরসা। 

Comments :0

Login to leave a comment