আগামী ৭ আগস্ট প্রকাশিত হতে পারে জয়েন্টের ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্য জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী ব্যানার্জি। তিনি বলেন, ‘‘গত ২৭ এপ্রিম জয়েন্ট পরীক্ষা হয়। বোর্ড জুন মাসের ৫ তারিখ ফলাফল প্রকাশ করবে বলে ঠিক করেছিল। ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য আটকে থাকে। সুপ্রিম কোর্টের ২৮ তারিখ এই ওবিসি সংক্রান্ত মামলার রায় দিয়েছেন। তারপর উচ্চ শিক্ষা দপ্তর গতকাল নির্দেশিকা পাঠায় তারপর বিজ্ঞপ্তি জারি করা হয়।’’
তিনি আরও বলেছেন, পরীক্ষার্থীদের তাদের সামাজিক বিভাগ আপডেট করার কথা বলা হয়েছে। ৩১ জুলাই, ১ এবং ২ আগস্ট লিঙ্ক খোলা যাবে এই কাজের জন্য। এসএমএসও পাঠানো হয়েছে পরীক্ষার্থীদের। তাদের থেকে যেই তথ্য পাওয়া যাবে সেই মতো প্রস্তুতি সম্পন্ন করা হবে।
WBJEE
৭ আগস্ট প্রকাশিত হতে পারে জয়েন্টের ফলাফল

×
Comments :0