২২ এপ্রিল থেকে ১৬ জুনের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কোন কথা হয়নি বলে রাজ্যসভায় দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘আমি স্পষ্ট ভাবে বলতে চাই ২২ এপ্রিল থেকে ১৬ জুনের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে কোন কথা হয়নি।’’
জয়শঙ্কর বলেন পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সেনার ডিজিএমও’র সাথে যোগাযোগ করা হয় যুদ্ধ বিরতির জন্য। তারপর দুই দেশের মধ্যে আলোচনার পর যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ‘‘অপারেশন সিঁদুর চলাকালিন বিভিন্ন দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতের পাকিস্তানের এই সামরিক সংঘাত একমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বন্ধ হতে পারে। সেই ক্ষেত্রে পাকিস্তানকে প্রথম কথা বলতে হবে। তারপর ডিজিএমও স্তরে আলোচনা হয়।’’
এদিন রাজ্যসভায় নিজের বক্তব্যে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে নিশানা করেন বিদেশমন্ত্রী।
S Jaishankar
অপারেশন সিঁদুরের সময় ট্রাম্পের সাথে মোদীর কোন কথা হয়নি, রাজ্যসভায় বললেন জয়শঙ্কর

×
Comments :0