migrant workers

সুরাটে মেদিনীপুরের শ্রমিকদের হেনস্তা, মারধর

রাজ্য

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে বুধবার বারাসাত থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত মিছিল বামপন্থী দল সমূহ।

সবং ও পিংলার ১০ জন পরিযায়ী শ্রমিককে আটক করে সুরাট পুলিশ। গুজরাটের সুরাটে কাজের জন্য গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শ্রমিকরা। হঠাৎই তাঁদের আটক করে পুলিশ। (দেখুন ভিডিও)

তাঁরা জানাচ্ছেন একটি হোটেল ভাড়া নিয়ে ছিলেন। রাতের বেলা ২টোর সময় পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন তাঁদের বাংলাদেশী বলে মারধর করে হয়েছে। বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাঁদের আটক করে পুলিশ। তাঁরা অভিযোগ করেছেন যে হোটেল থেকেই মারতে মারতে নিয়ে যাওয়া হয় তাঁদের। থেকেই নিয়ে গিয়েও চলে অকথ্য অত্যাচার। মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়াও হয় ওই শ্রমিকদের। 
দেশ জুড়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে পথে নেমেছে বামপন্থীরা। সিপিআই(এম) সহ অন্যান্য বামপন্থী দলের তরফে একাধিক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত মিছিল করে বামপন্থী দল সমূহ।

Comments :0

Login to leave a comment