AGRICULTURAL WORKERS UNION

তৃণমূলের চুরি, গরিবকে
বিজেপি’র শাস্তির বিরুদ্ধেও
প্রচারে খেতমজুররা

জেলা

AGRICULTURAL WORKERS UNION কর্মশালায় বক্ত্য রাখছেন নিরাপদ সর্দার।

রেগার কাজের বকেয়া আদায়ে জোর দেবে সারা ভারত খেতমজুর ইউনিয়ন। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সংগঠন তুলে ধরবে দু’দিকই। একদিকে তৃণমূল কংগ্রেসের নির্লজ্জ চুরি। আরেকদিকে বিজেপি সরকারের নির্মম সিদ্ধান্ত, চোরদের সাজা না দিয়ে গরিব খেতমজুরদের টাকা আটকানো। 

শনিবার সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদহ জেলা কমিটির আহ্বানে কর্মশালায় এই মর্মে আলোচনা হয়েছে। রতুয়া-১ ব্লকের সামসী রেগুলেটেড মার্কেট কমিটির সভাগৃহে হয় রাজনৈতিক কর্মশালায। এই কর্মশালায় সংগঠনের দশম সর্বভারতীয় সম্মেলনের সিদ্ধান্ত ব্যাখ্যা করা হয়।

রেগা প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ, দৈনিক ৬০০ টাকা মজুরি, এই প্রকল্পে বকেয়া মজুরি প্রদান, পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। 

কর্মশালা পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষ। বক্তব্য রাখেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ, রাজ্য সম্পাদক নিরাপদ সরদার, জেলা সম্পাদক জমিল ফিরদৌস,‌ গণতান্ত্রিক আন্দোলনের নেতা অম্বর মিত্র সহ অন্যরা।

Comments :0

Login to leave a comment