RAHUL GANDHI

রেলকে বড়লোকদের স্বার্থে ব্যবহার করছেন মোদী: রাহুল

জাতীয়

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রবিবার অভিযোগ করেছেন যে সরকার ভারতীয় রেলের নীতি তৈরি করছে শুধুমাত্র ধনীদের কথা মাথায় রেখে, এবং দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থার অর্থ ‘‘বিশ্বাসঘাতকতার প্রতি গ্যারান্টি’’।
এক্স-এ হিন্দিতে একটি পোস্টে রাহুল অভিযোগ করেছেন যে ‘হাওয়াই চপ্পল’ পরা ব্যক্তিদের ‘হাওয়াই জাহাজে’ ভ্রমণের সুযোগ করে দেওয়ার নামে প্রধানমন্ত্রী মোদী আসলে তাদের ‘গরিবদের সওয়ারি’ রেলওয়ে থেকে দূরে সরিয়ে দিচ্ছেন।
তিনি বলেন, ‘‘প্রতি বছর ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি, ভাড়ার নামে লুঠ, টিকিট বাতিল চার্জ বৃদ্ধি এবং ব্যয়বহুল প্ল্যাটফর্ম টিকিটের মাধ্যমে মানুষকে এমন একটি ‘অভিজাত ট্রেনের’ ছবি দ্বারা প্রলুব্ধ করা হচ্ছে যেখানে গরিবরা পা রাখতেও পারে না।
তাঁর দাবি, গত তিন বছরে প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় ‘কেড়ে নিয়ে’ সরকার তাঁদের কাছ থেকে ৩৭০০ কোটি টাকা আদায় করেছে, অন্যদিকে প্রচারের জন্য বাছাই করা ট্রেনগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সাধারণ মানুষের ট্রেনগুলিকে আটকে রাখা হয়েছে।

Comments :0

Login to leave a comment