Encounter in Chhattisgarh

ছত্তিশগড়ে সংঘর্ষে হত ৬ মাওবাদী

জাতীয়

ছত্তিশগড়ের বিজাপুরে বুধবার পুলিশ-সিআরপিএফ’র সাথে সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হয়েছে। মৃতদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। পুলিশের এক আধিকারীক জানিয়েছেন, এদিন সকালে বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ছয়জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিক সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে একটি সূত্র থেকে খবর পেয়ে এইদিন সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এক জঙ্গলে অভিযান চলে। রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ও সিআরপিএফ’র এক যৌথ দলের সাথে মাওবাদীদের সংঘর্ষ বাধে চিকুরবাট্টি–পুসবাকা এলাকার কাছে গভীর জঙ্গলে। ডিআরজি, সিআরপিএফ এবং কোবরা বাহিনী একযোগে অভিযান চালায়। প্রথমে ঘিরে ফেলা হয় মাওবাদীদের। আত্মসমর্পণ করতে রাজি না হলে শুরু হয় মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই। এনকাউন্টারের নিহত হন ৬ মাওবাদী। নিহতের মধ্যে রয়েছেন দুজন মহিলা। পুলিশের দাবি মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। 
 

Comments :0

Login to leave a comment