SUJAN CHAKRABORTY and BRATYA BASU

‘এলোমেলো করতে চাইছে’, শূন্যপদে শিক্ষামন্ত্রীর সংখ্যাবদলে ক্ষোভ চক্রবর্তীর

রাজ্য

শিক্ষক পদপ্রার্থী বিক্ষোভের ফাইল ছবি।

এলোমেলো করতে চাইছে বলেই শূন্য শিক্ষকপদ নিয়ে একেকরকম বলছেন শিক্ষামন্ত্রী। বিধানসভায় চব্বশি ঘন্টার মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দু’রকম মন্তব্যকে এভাবেই ব্যাখ্যা করলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
মঙ্গলবার বিধানসভায় ব্রাত্য বসুই বলেছিলেন যে শিক্ষকের শূন্যপদ ৭৮১। বুধবার বলেছেন শূন্যপদ ৫৫ হাজার!
চক্রব্রতী বলেন, ‘‘বিধানসভায় সর্বিব অসত্য বলছেন শিক্ষামন্ত্রী। ২০২২’র মার্চে এই ব্রাত্য বসুই বিধানসভায় বলেছিলেন সাড়ে ৩ লক্ষ শূন্যপদ তো হবেই।’’
চক্রবর্তীর ব্যাখ্যা, ‘‘আসলে সব এলোমেলো করে দিতে চাইছে তৃণমূল। তাই একেকদিন একেক সংখ্যা বলছেন শিক্ষামন্ত্রী।’‘ 
রাজ্যে শিক্ষকপদে ঘিরে নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছরের বেশি কলকাতার রাস্তায় অবস্থানে চলছে। নিয়োগ পরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়া যোগ্য প্রার্থীরা চালাচ্ছেন বিক্ষোভ। বারবার আন্দোলনে নেমেছে বাম গণতান্ত্রিক শক্তিও। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় সংস্থা তদন্ত নেমেছে। তবে কেন্দ্রের গোয়েন্দাদের তদন্তে কারও শাস্তি হয়নি। বস্তুত হাইকোর্ট বারবার অসন্তোষ জানিয়েছে তদন্তের ধারায়। 
এদিন ব্রিগেডে গীতাপাঠ এবং তার ‘বদলা’ চণ্ডীপাঠ সংক্রান্ত এক প্রশ্ন করা হয় চক্রবর্তীকে। ২৪ জানুয়ারি ‘লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠন। প্রধানমন্ত্রীর যোগদানের কথা রয়েছে। বুধবার আমন্ত্রণ পত্র পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছেও। তৃণমূল আবার রানি বাসমণি রোডে চণ্ডীপাঠের আয়োজন করার পথে নেমেছে বলে শোনা গিয়েছে।
চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য কোথায় যাচ্ছে! এ রাজ্য রামমোহন রায়, বিদ্যাসাগরের। এখানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে। জনসমাবেশে লোক জোটাতে করতে পারবে না। এক লক্ষ মাত্র লোক জুটবে। বলা হচ্ছে ব্রিগেডে গীতাপাঠ করা হবে। বাড়িতে গীতাপাঠ যেন নিষিদ্ধ।’’ চক্রবর্তী বলেন, ‘‘যাঁরা গীতাপাঠ করতে চান তাঁরা তো নিজের মতো করে করেন। প্রকাশ্যে দেখিয়ে সারা দেশে প্রচার করতে হবে বলে এমন আয়োজন। নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে গীতাপাঠ করতে হবে!’’ 
তিনি বলেন, ‘‘যেহেতু বিজেপি গীতাপাঠ করবে অতএব চণ্ডীপাঠ করতে হবে তৃণমূলকে। তার জন্য রানি রাসমণিতে ব্রাহ্মণ ধরে নিয়ে এসে যারা চণ্ডীপাঠের মাহাত্ম্য বাড়বে বলে ভাবছেন তাদের নিজেদেরই মাহাত্ম্য কমে যাচ্ছে।’’

Comments :0

Login to leave a comment