অভিনেতা-সাংসদ সানি দেওলের মুম্বাইয়ের বাড়ি অনাদায়ী ঋণের দায়ে বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক অব বরোদা। আগামী ২৫ আগস্ট গুরদাসপুরের বিজেপি সাংসদ, অভিনেতা ধর্মেন্দ্রর পুত্র সানি দেওলের মুম্বাইয়ের টনি জুহু এলাকায় গান্ধীগ্রাম রোডের বাড়ি নিলামে তুলবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।
সম্প্রতি সানি দেওল অভিনীত গদর-২ বক্স অফিসে ভালো বাজার করেছে। গত সপ্তাহে মুক্তি পাওয়া ওই সিনেমা ইতিমধ্যে ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে বলে দাবি করা হচ্ছে। এ হেন সানি দেওল ২০২২ সালের ডিসেম্বর থেকে ঋণ পরিশোধ করতে পারেননি যার পরিমাণ সুদ-জরিমানা নিয়ে সর্বমোট ৫৫.৯৯ কোটি দাঁড়িয়েছে। একারণেই ‘সানি ভিলা’ নামের ওই বাড়ি বাজেয়াপ্ত করে নিলামে ৫১.৪৩ কোটি এবং বায়না বাবদ অগ্রিম ৫.১৪ কোটি টাকা দর ধার্য করেছে ব্যাঙ্ক।
নিলাম নোটিসে ব্যাঙ্ক গ্যারেন্টর হিসাবে সানি দেওলের বাবা ধর্মেন্দ্রর নাম রয়েছে। বাড়ির পাশাপাশি ‘সানি সাউন্ড’ নামে ৫৯৯.৪৪ বর্গমিটারের আরেকটি বসতবাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে একসঙ্গে। অবশ্য নিলাম নোটিসে এও বলা হয়েছে যে, ২৫ আগস্টের আগে দেয় অর্থ ব্যাঙ্ককে দিলে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে সানি দেওলকে।
Comments :0